এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদরের জন গুরুত্বপূর্ণ এলাকা ঈদগাঁও বাজারে হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ব চরম আকারে বৃদ্ধি পেয়েছে। এ কাজে জড়িত রয়েছে বহুজনের অধিক স্থানীয় ও রোহিঙ্গাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বিত্তশালী আত্বীয়-স্বজন ও সংঘবদ্ব চক্র। এদের কারণে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে ঈদগাঁও’র হুন্ডি ব্যবসায়ী নামে পরিচিত জনরা। জানা যায়, সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ঐসব হুন্ডি ব্যবসায়ীরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে অবৈধ পন্থায় হুন্ডি ব্যবসা। এদিকে এতদঅঞ্চলের শত শত রোহিঙ্গা নাগরিকসহ দেশের হাজার হাজার মানুষ অবস্থান করছে সৌদিআরব, দুবাই, ইতালি, জার্মান,কাতার, ওমানসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে। তাদের আত্মীয়-পরিজনরা বর্তমানে বিভিন্ন লোকালয়ে অবৈধভাবে বসবাস করার ফলে প্রতিদিন বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা হুন্ডির মাধ্যমে লেনদেন করছে। এদিকে দীর্ঘদিন ধরে অবাধে হুন্ডি ব্যবসা চালিয়ে গেলেও পরক্ষণে এসব ব্যবসায়ীরা যেকোন বিনিময়ে ছাড় পেয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইন প্রয়োগ করার বিধিবিধান থাকলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জনের মতে, হুন্ডি ব্যবসার সাথে সদরের একাধিকজন নিরবিচ্ছিন্ন ভাবে এ ব্যবসার সাথে জড়িত রয়েছে। এছাড়া তাদের সাথে রয়েছে বিশাল সিন্ডিকেট। এমনকি প্রায় প্রতিনিয়ত ঈদগাঁওতে হাজার হাজার টাকা হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন করা হচ্ছে। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির মতে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।