এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ফের যানবাহন ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাতদল। জানা যায়, ২৮ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে ঈদগড়মুখী দুইটি জীপ ও ঈদগাঁওমুখী তিনটি হিললাইন গাড়ী ডাকাতির লক্ষ্যে থামানোর চেষ্টা করে ডাকাতরা। গাড়ী না থামালে ডাকাতদল গাড়ির দিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানা যায়। তবুও জীবন বাজি রেখে চালকগণ বিচক্ষণতার পরিচয় দিয়ে যাত্রী নিয়ে গাড়ী সজোরে চালিয়ে নিজ গন্তব্যস্থলে নিয়ে এসেছে। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার মতে, যানবাহন সংকট আর বৃষ্টির কারনে যথাসময়ে ডাকাতি পয়েন্টে পৌছানো সম্ভব হয়নি। ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ৫টি ডাকাতি পয়েন্টের মধ্যে অন্যান্য পয়েন্টে ছিল পুলিশ দল। উল্লেখ্য যে, এ সড়ক দিয়ে ঈদগাঁও-ঈদগড় ও বাইশারী এলাকার লোকজন প্রায় সময় যাতায়াত করে ডাকাত আর অপহরণ আতঙ্ক নিয়ে। অন্যদিকে মুষলধারে বৃষ্টিপাতের সুযোগকে কাজে লাগিয়ে উক্ত স্থানে ডাকাতির চারদিন পর ডাকাতদল আবারো ডাকাতির চেষ্টা চালিয়েছিল।