এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফার্মেসী ব্যবসায়ী-সাবেক যুবলীগ নেতা জিল্লুল এহেছান ভুলুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তিন সহস্রাধিক দোকানপাট অর্ধদিবস পর্যন্ত বন্ধ রাখে এবং প্রতিবাদ সমাবেশ করে। জানা যায়, ২৪ জুলাই ব্যবসায়ী-যুবলীগ নেতাসহ তিনজনের হামলা হয়। এর প্রতিবাদে ২৫ জুলাই দুপুর ২টার দিকে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যোগে হোটেল নিউস্টার চত্বরে আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে ও সাকলাইন মোস্তাকের পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সাবেক মেম্বার সিরাজুল হক, আ’লীগ নেতা সেলিম মোর্শেদ ফরাজী, সাইফুল ইসলাম এমইউপি, মোহাম্মদ রশিদ এমইউপি, শামসুল আলম এমইউপি, ব্যবসায়ী ছৈয়দ করিম, ছব্বির আহমদসহ আরো অনেকে। বক্তারা চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় ব্যবসায়ীরা বৃহত্তর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। অপরদিকে ব্যবসায়ী ভুলুর উপর হামলার প্রতিবাদে মাইজপাড়ার টমটম শ্রমিকরা দুপুর বেলায় এক বিক্ষোভ মিছিল ঈদগাঁও বাজারের অলিগলি প্রদক্ষিণ করে।