ওমর ফারুক ইমরান, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারার টেক এলাকার গোলাম বারির ভিটায় অবৈধভাবে প্রতিষ্ঠিত করাতকলে চোরাই কাঠ চিরাই করার সময় অসাবধানতা বশত: চলমান করাতকলের ধারালো করাতে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক আব্দু ছত্তার (২৫) গোলাম বারীর ভিটা এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।