শুক্রবার , ৩ জুলাই ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

‘ঋণ’ শোধ করতে চান আগুয়েরো

প্রতিবেদক
কক্সবাজার আলো
জুলাই ৩, ২০১৫ ১০:১৬ অপরাহ্ণ

কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের কাছে ‘ঋণ’ শোধ করতে চান দলটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন এ তারকা জানিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপে দেশকে যা দিতে পারেন নি, কোপা আমেরিকার শিরোপা এনে দিয়ে সে ‘ঋণ’ শোধ করতে চাই। গত বিশ্বকাপে আগুয়েরো ইনজুরির কারণে বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরতে পারেন নি। লিওনেল মেসির নেতৃত্বে ফাইনালে উঠলেও জার্মানির বিপক্ষে হেরে যায় আর্জেন্টাইনরা। তবে, বিশ্বমঞ্চের পরে বড় কোনো মেগা ইভেন্টে অংশ নিয়ে আর দলকে ফাইনালে তুলতে অসাধারণ খেলেন আগুয়েরো। এবারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে দেশকে বিশ্বকাপের হতাশা ভুলিয়ে দিতে চান ম্যানচেস্টার সিটির এ তারকা। আর্জেন্টিনার জার্সি গায়ে ৬৫ ম্যাচ খেলা আগুয়েরো বলেন, আমি সবসময় বলে আসছি, বিশ্বকাপে কি ঘটেছে। কারণ আমি সে সময় ইনজুরিতে ছিলাম, নিজের সেরা অবস্থানে ছিলাম না। বিশ্বমঞ্চের পর বড় কোনো ইভেন্টে এবার আমি দেশের জার্সি গায়ে খেলতে নেমেছি। আর নিজেকে সেরা অবস্থানে রেখেছি বলে মনে করছি। ২৭ বছর বয়সী এ তারকা আরও যোগ করেন, আমি এখানে এসেছি কোপা আমেরিকার শিরোপা নিজ দেশে নিয়ে যেতে। আমি চেষ্টা করে যাচ্ছি বিশ্বকাপের শিরোপা না পাওয়ার বেদনা আর্জেন্টাইনদের মন থেকে ভুলিয়ে দিতে। দেশের মানুষকে কোপা আমেরিকার শিরোপা উপহার দিয়ে সে ‘ঋণ’ শোধ করতে চাই। জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হেরে যেভাবে হতাশ হয়েছিলাম, কোপা আমেরিকার শিরোপা জিতে সে হতাশা ভুলে যেতে চাই। আগুয়েরো গোল পেলেও কোপা আমেরিকার আসরে এখন পর্যন্ত কোনো গোল পান নি তার শৈশবের বন্ধু আর্জেন্টাইন দলপতি মেসি। বার্সেলোনার এ তারকা প্রসঙ্গে আগুয়েরো বলেন, দল জিতে চলেছে জন্য আমার বন্ধু নিজেকে শান্তই রেখেছে। মাঠে প্রতিপক্ষের সকল খেলোয়াড় তাকে আটকে রাখতে চেষ্টা করে। দুই-তিনজন ডিফেন্ডার তাকে একরকম পাহারা দিয়ে রাখে। তবে, মেসির পাশে খেলতে পেরে আমরা অনেক সুবিধা নিতে পারি। স্বাগতিক চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে ১৪ বারের চ্যাম্পিয়ন্স আগুয়েরো-মেসির দেশ আর্জেন্টিনা। এবার শিরোপা জিতলে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫বার করে শিরোপা নেওয়ার স্বাদ গ্রহণ করবে আর্জেন্টাইনরা। সে সঙ্গে ২২ বছরের শিরোপা খরা কাটাতে পারবে মেসিবাহিনী।

সর্বশেষ - কক্সবাজার

আপনার জন্য নির্বাচিত
https://coxsbazaralo.com/