অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আরো ১৭ হাজার ৬৪৭ শিক্ষার্থীকে মনোনীত করে দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
সোমবার এই তালিকা প্রকাশ করা হয় বলে জানান ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন। দ্বিতীয় মেধা তালিকায় নতুন করে ১০ হ্জার ৭২৬ জন এবং মাইগ্রেশনের মাধ্যমে ছয় হাজার ৬৪৭ জনসহ মোট ১৭ হাজার ৬৪৭ জনকে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হয়েছে। মনোনীতদের তালিকা http://www.xiclassadmission.gov.bd/ ওয়েব ঠিকানায় পাওয়া যাবে।
সালেহীন বলেন, আবেদন করার সময় অনেক শিক্ষার্থী পছন্দের তালিকায় পাঁচটি কলেজকে না রাখায় অনেকেই প্রথম দফার মেধা তালিকায় বাদ পড়ে যান। কিছু সমস্যা ছিল, মোটামুটি সব ঠিক হয়েছে। সব শিক্ষার্থীই কলেজে ভর্তি হতে পারবেন। দ্বিতীয় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ ও ৮ জুলাই কলেজে ভর্তি হতে হবে।
প্রসঙ্গত, কারিগরি জটিলতা দেখা দেওয়ার নির্ধারিত সময়ের তিন দিন পর ২৮ জুন মধ্যরাতে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। কিন্তু প্রথমবারের মতো অনলাইন ভর্তি প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা ও কলেজ কর্তৃপক্ষ।
অবশ্য বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত কলেজে ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com