আবারো উত্তেজনা ছড়ালো খেলার মাঠে। ওয়ানডে সিরিজে তামিমকে ধাক্কা দিয়েছিলেন রাইলি রুশো। এবার চট্টগ্রাম টেস্টে আবারো তামিমের সাথে ধাক্কাধাক্কি করলেন আরেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি কক।
প্রথম সেশনের একেবারে শেষে এসে তামিমকে কিছু একটা বলেন উইকেটকিপার ডি কক। কথাটা পছন্দ না হওয়ায় তামিম তার প্রতিবাদ করেন। ওভার শেষেও চলতে থাকে দুজনের কথা কাটাকাটি। একটা পর্যায়ে দুজন পরস্পরের কাছাকাছি চলে এলে তামিমকে কনুই দিয়ে হালকা গুতো দেন ডি কক।
এরপরেও শেষ হয়নি লড়াই। ড্রেসিংরুমে ফেরার পথে আবারো একজন আরেকজন ধাক্কা দেন কোমরে! হাশিম আমলা ও অন্য ক্রিকেটাররা এগিয়ে এসে মিটমাটের চেষ্টা করেন। তামিমের কাঁধে হাত রেখে তাকে বুঝানোর চেষ্টা করেন পেস বোলার ডেল স্টেইনও। যদিও কোনভাবেই এমন ব্যবহার মেনে নিতে নারাজ ছিলেন তামিম।
প্রথম সেশনের একেবারে শেষে এসে তামিমকে কিছু একটা বলেন উইকেটকিপার ডি কক। কথাটা পছন্দ না হওয়ায় তামিম তার প্রতিবাদ করেন। ওভার শেষেও চলতে থাকে দুজনের কথা কাটাকাটি। একটা পর্যায়ে দুজন পরস্পরের কাছাকাছি চলে এলে তামিমকে কনুই দিয়ে হালকা গুতো দেন ডি কক।
এরপরেও শেষ হয়নি লড়াই। ড্রেসিংরুমে ফেরার পথে আবারো একজন আরেকজন ধাক্কা দেন কোমরে! হাশিম আমলা ও অন্য ক্রিকেটাররা এগিয়ে এসে মিটমাটের চেষ্টা করেন। তামিমের কাঁধে হাত রেখে তাকে বুঝানোর চেষ্টা করেন পেস বোলার ডেল স্টেইনও। যদিও কোনভাবেই এমন ব্যবহার মেনে নিতে নারাজ ছিলেন তামিম।