কক্সবাজার আলো ডেস্ক :
মহেশখালীতে নৌকাডুবি ও দেয়াল ধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ছয় জেলেকে। নিহতরা হলেন তাজিয়ারকাটা গ্রামে জেলে কালা মিয়া (৩৪), সাইফুল (২৫), হুমাইরা বেগম (৫)।
বুধবার রাতে মহেশখালী-সোনাদিয়া পয়েন্টে এ নৌকাডুবি ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিখোঁজ দুই জেলে মৃতদেহ বৃহস্পতিবার দুপুর ১টায় উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) দিদারুল ফেরদৌস রাইজিংবিডিকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া খবর পেয়ে মহেশখালী উপকূলে ফেরত আসার সময় তাজিয়াকাটা ও সোনাদিয়া পয়েন্টে আটজন জেলে নিয়ে নৌকাটি ডুবে যায়।
এরপর সাঁতার কেটে কোনো রকম ছয়জন জেলে তীরে উঠলেও দুইজন জেলে নিখোঁজ থাকে। পরে বৃহস্পতিবার দুপুর ১টায় তাজিয়ারকাটা এলাকা থেকে নিখোঁজ দুই জেলে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত করা হলেন, তাজিয়ারকাটা গ্রামে জেলে কালা মিয়া ও সাইফুল।
তিনি আরো জানান, ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার ভোরে বড় মহেশখালীর পাহাড়তলী এলাকায় দেয়াল ধসে হুমাইরা বেগম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়। হুমায়রা বেগম বড় মহেশখালীর পাহাড়তলী গ্রামের ছৈয়দ নুরের মেয়ে।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com