এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলার পেচাঁরদ্বীপ এলাকার মারমেড ইকো রিসোর্ট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নাট্যকার ফারুক হোসেনের সন্ধান দীর্ঘ সাত দিনেও মেলেনি। ১৯জুলাই রবিবার দুপুরে সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান তিনি।
শনিবার ২৫ জুলাই বিকাল ৫টা পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি। স্থানীয় জেলে ও লাইফ গার্ড কর্মীসহ ফায়ার সার্ভিসের একটি দল এখনও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি জহিরুল ইসলাম জানান, উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত ফারুক হোসেনের কোনও সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে স্থানীয় জেলে, লাইফগার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশের একটি দলসহ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
পেঁচারদ্বীপ মারমেড ইকো রিসোর্টের ম্যানেজার মাহফুজুর রহমান জানান, চিত্রনাট্য নির্দেশক ফারুক হোসেন ও নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণসহ ৫ জনের একটি দল ১৮ জুলাই শনিবার কক্সবাজারে ভ্রমণে এসে মারমেড ইকো রিসোর্টে অবস্থান নেন। সেখান থেকে ১৯ জুলাই রবিবার দুপুরে নৌকা নিয়ে নদী ভ্রমণের এক পর্যায়ে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান ফারুক হোসেন।
সাত দিনেও সন্ধান না মেলায় উৎকন্ঠায় তার স্বজনরা। তবে উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার বলেছেন, নাট্যকার ফারুকের সন্ধানে এখনো তাদের নজরদারি রয়েছে ও উদ্ধারের চেষ্টা চলছে।
নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন ফারুক হোসেন। সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ করছেন মৃত্তিকা গুণ। ফারুক হোসেন হচ্ছে মৃত্তিকার বন্ধু।
ফারুক হোসেন এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘সুলতানা বিবিয়ানা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন। এছাড়াও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ওয়ারিশ’ ও ‘পুলিশগিরি’ ছবির চিত্রনাট্য লেখার কাজ করছিলেন তিনি। সেই সঙ্গে ‘আম্মাজান’ ও ‘ছুটির ঘণ্টা’ (রিমেক) ছবিরও চিত্রনাট্য লিখছিলেন ফারুক হোসেন ।