আরটিএনএন : প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। বুধবার ভোরে চিলির এস্তাদিয়ো মিউনিসিপ্যালে মেসিরা ৬-১ গোলে প্যারাগুয়েকে স্রেফ উড়িয়ে দেয়। দলের হয়ে জোড়া গোল করেছেন অ্যাঞ্জেল ডি ম্যারিয়া। মার্কোস রোহো, হ্যাভিয়ের পাস্তেরো, গঞ্জালো হিগুয়েন এবং সার্জিও আগুয়েরাও একটি করে গোল পেয়েছেন।দলের অধিনায়ক লিওলেন মেসি কোনো গোল পাননি। কিন্তু দলের অর্ধডজন গোলে তার ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। দিন শেষে তিনিই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। গ্রুপপর্বে এই প্যারাগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে মেসিরা। এরপর আর্জেন্টিনা অধিনায়ক ক্ষোভে ম্যাচসেরার পুরস্কার নেননি। পরে বার্সেলোনা তারকা মেসি গণমাধ্যমে বলেছিলেন, মাঠে ঘুমিয়ে থাকলে তো আর খেলায় জেতা যায় না। বুধবার আর্জেন্টিনার ঘুম ভাঙল, আর তাতে জ্বলেপুড়ে ছারখার প্যারাগুয়ে। আগামী শনিবার ফাইনালে আয়োজক চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর থেকে বড় কোনো শিরোপা জিততে পারেনি কিংবদন্তি ম্যারাডোনার দেশ। গত ব্রাজিল বিশ্বকাপে মেসির অসাধারণ নৈপূণ্যে আর্জেন্টিনা ফাইনালে গেলেও জার্মানির কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়। শনিবার ফাইনালে জয় পেলে কোপা আমেরিকার রেকর্ড ১৫টি শিরোপার মালিক হবে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৫টি শিরোপার একমাত্র মালিক উরুগুয়ে।
খেলার ১৫ মিনিটের মাথায় মেসির ফ্রি-কিক থেকে প্রথম গোল পান রোহো। ১২ মিনিট পরেই মেসির আরেকটি পাসে গোল করে দলকে এগিয়ে নেন পাস্তেরো। বিরতির আগে প্যারাগুয়ের সান্তা ক্রুজের বদলি নেমে লুকাস বারিওস একটি গোল পরিশোধ করেন। কিন্তু বিরতির পর আর্জেন্টিনা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। পরের অর্ধেকে প্যারাগুয়েকে আরো চারটি গোল হজম করতে হয়। বিরতির পর নেমেই গোল করেন ম্যানইউ তারকা ডি মারিয়া। ৪৭ মিনিটে পাস্তেরোর পাস ধরে জালে পাঠান তিনি। এরপর ৫৩ মিনিটে আবারো গোল করেন ডি মারিয়া। প্যারাগুয়ের ডিফেন্সকে ফাঁকি দিয়ে মেসি বল বাড়িয়ে দেন পাস্তেরোকে। তার শট প্যারাগুয়ের গোলরক্ষক ভিল্লা রুখে দেন। তবে ফিরতি বলজালে পাঠাতে ডি মারিয়াকে একদমই বেগ পেতে হয়নি। ৮০ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন আগুয়েরা। ডি মারিয়ার ডানদিক থেকে তুলে মারা বলে মাথা ছুয়ে দেন ম্যানসিটি তারকা। এরপর আগুয়েরার বদলি নেমে গঞ্জালো হিগুয়েন প্যারাগুয়ের জালে শেষ পেরেক ঠুকে দেন, ৮৩ মিনিটে। মেসির বাড়ানো বল ধরে জোরাল শটে জালে জড়ান হিগুয়েন।
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় শুক্রবার পেরুর মুখোমুখি হবে প্যারাগুয়ে।