
অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য গ্রিসে গণভোট অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এ ভোটে এগিয়ে রয়েছে ‘না’ ভোট। ভোট গ্রহণ শেষে প্রকাশিত তাৎক্ষণিক মতামত জরিপ থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। দেশটিতে গণভোটের বিষয় ছিল অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে কঠিন শর্তে ঋণদাতাদের সাহায্য নেওয়া হবে কি, হবে না।
বিবিসির খবরে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষে এখনো ফল প্রকাশিত হয়নি। কয়েক ঘণ্টা পর আজকেই আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে। এর আগে জনগণকে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
ঋণদাতাদের দেয়া কঠোর কৃচ্ছ্র সাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব (বেইল আউট) গ্রহণ করা হবে কি-না গণভোটে বিবেচ্য ছিল সেটিই। ‘না’-এর উত্তর সেই প্রস্তাব প্রত্যাখ্যান।
তবে সেই প্রত্যাখ্যানের ফল হয়তো ইউরোজোন (অর্থাৎ যেসব দেশে ইউরো প্রচলিত) থেকেই গ্রিসের বিদায়। এর ফলাফল এখন একেবারেই অজানা।