রবিবার , ১২ জুলাই ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

চকরিয়ায় অভিনব কায়দায় দোকান থেকে ৫ লাখ টাকা চুরি

প্রতিবেদক
কক্সবাজার আলো
জুলাই ১২, ২০১৫ ১১:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
অভিনব কায়দায় চালের টিন কেটে দোকানে ঢুকে ২ কিশোরকে অস্ত্র ধরে ৫লাখ টাকা চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোররা। এ ঘটনাটি ঘটেছে গত ১০ জুলাই রাত পৌনে ২টায়। এ ঘটনার পর দোকানদার স্ট্রোক করায় তাকে মালুমঘাট মা মনি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের আবদু রশিদ সওদাগর ওই এলাকার ৫টি ঘোনার ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে আসছে দীর্ঘদিন ধরে। এ অবস্থায় মাছ বিক্রির ৫ লাখ টাকা গত ৯ জুলাই সন্ধ্যায় তার দোকানে থাকা ঘোনার ক্যাশবাক্সে জমা রাখে। সংঘবদ্ধ চোরের দল দোকানের পিছনের চালের টিন কেটে গত ১০ জুলাই পৌনে ২টায় দোকানের ভিতর ঢুকে সেখানে থাকা ২ কিশোরদ্বয় শরীফও শাকিবকে অস্ত্র ধরে চাবি দিতে বাধ্য করে। এতে অসহায় হয়ে চাবি দিতে বাধ্য হয়। চোরের দল চাবি নিয়ে বাক্স্র খূলে ক্যাশে রাখা ৫ লাখ টাকা নিয়ে চলে যায়। পরক্ষণে কিশোরদ্বয় চিৎকার করলে আশে-পাশের লোকজন অবস্থা টের পেয়ে চোরদেরকে পিছু পিছু ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে এলাকাবাসী টিন কাটার যন্ত্রসহ রিজার্ভপাড়ার চুরত আলমের পুত্র মিন্টুকে আটক করে। এ সময় হঠাৎ দোকানদার রশিদ স্ট্রোক করলে এলাকাবাসী তাকে দ্রুতগতিতে মালুমঘাট মা-মনি হাসপাতালে ভর্তি করে। ওই সময় আটক কৃত মিন্টু পালিয়ে যায়।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/