রবিবার , ১২ জুলাই ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

চকরিয়ায় শেষ মুহুর্তের কেনাকাটা জমে উঠেছে: বাহারি রঙের পোশাক “কিরণমালার” দিকে ছুড়ছে ক্রেতারা

প্রতিবেদক
কক্সবাজার আলো
জুলাই ১২, ২০১৫ ১১:০৫ অপরাহ্ণ

এ.এম হোবাইব সজীব :
ঈদের দিন যত গনিয়ে আসছে তথই জমে উঠছে কক্সবাজারের চকরিয়ায় ঈদ কেনা-কাটা। আর বাহারি রঙের পোশাক “কিরণমালার” দিকে ছুটছে ক্রেতারা। ঈদ মানেই হরেক রকম পোশাক-বাহারী নাম। দেশীয় রূপালী পর্দা পেছনে ফেলে ভারতীয় বাংলা চ্যানেল বিশেষ করে ষ্টার জলসা,জলসা মূভি এখন বেশ তুঙ্গে আমাদের সংস্কৃতিতে। গত বছর ঈদে ষ্টার জলাসায় প্রচারিত মেগা সিরিয়াল বোজেনা সে বোজেনা‘র পাখি চরিত্রের পোশাক “পাখি ড্রেস” বাজিমাত করেছিল। সে সুযোগ কাজে লাগিয়ে এবার একই চ্যানেলে প্রচারিত কাল্পনিক রাক্ষুসে অনুষ্ঠান “কিরণমালার”চরিত্রের পোশাকটি ছেড়েছে এবার ঈদে। শুধু পোশাক নয়, প্রসাধনী, জুতা-স্যান্ডেলও বাদ যায়নি কিরণমালা ব্যান্ড।
চকরিয়া শহরের বাণিজ্যিক এলাকার নিউ সিটি সেন্টার, নিউ মার্কেট, ওয়েস্টান প্লাজা, আনোয়ার শপিং কমপ্লেক্স, চকরিয়া শপিং কমপ্লেক্স, সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট, চিরিংগা সমবায় মার্কেট, আবদুল মতলব শপিং সেন্টার, রূপালী শপিং কমপ্লেক্স, রওশন মার্কেট ও বাবু মিয়া বাজার হকার্স মার্কেটের মার্কেটে রয়েছে প্রায় হাজার খানিক দোকান। এছাড়া পৌর শহরে ছোট বড় রয়েছে আরো ৬’শতাধিক দোকান রয়েছে। এসব দোকানে শোভা পাচ্ছে মেয়েদের কিরণমালা, আনার কলি, লেহেঙ্গা, পাগলো, শিলা, ছাম্মাকছালো, ঝিলিক, ফুলকলি, আনারকলি, শিপন, স্কাট টপস, থ্রি পিস, জিন্স প্যান্ট, জামদানি শাড়ি, বেনারশি, কাতান, সিল্ক, জর্জেট জয়পুরি, ছেলেদের নবাবী পাঞ্জাবি, শেরওয়ানি, ফতুয়া, টি-শার্ট, প্যান্ট এবং ছোটদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের তৈরি পোশাক। প্রত্যেক দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। শহরের সুপার মার্কেটে কাপড়ের সবচেয়ে বড় দোকান সৌদিয়া ক্লথ ষ্টোর। দোকান মালিক মুজিবুল হক বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম একটু বেশি হলেও গুনগত মান ভাল হওয়ায় ক্রেতারা সানন্দে কিনছেন তাদের পছন্দের কাপড়। তিনি বলেন, তার দোকানে নারী ক্রেতাদের চাহিদা থাকে বরাবরেই বেশি।
তবে শপিং গুলোতে প্রতিটি পোশাকের দোকান, কসমেটিক্স সর্বত্র ক্রেতাদের মাঝে মুখে মুখে “কিরণ মালা” পোষাক শোভা পাচ্ছে। শিশু-কিশোরীদের পোশাক- প্রসাধনী কিরণমালা চাই। যদিও নকল পোশাকে সয়লাব বাজারগুলো। এ কিরণ মালা পোষাকের জন্য দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ঈদের নতুন জামা কিনতে আসা ৬ষ্ট ছাত্রী তুসফা জানায়, সবাই কিরণমালা জামা নিচ্ছে। তাই সেও এটি পছন্দ করছে। স্থানীয় আশা কর্মী সুমি বলেন, চকরিয়া জুড়ে কিরণমালার পোশাক মুখে মুখে। তবে এ পোশাকটি নেট জাতীয় এবং অতি নিম্ন মানের বলে তিনি মনে করেন। মানের চেয়ে নামের দ্বারাই ব্যবসায়িরা অধিক মুনাফা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি।
একই বাজারে কসমেটিক্স ব্যবসায়ি কালাম বলেন, কিরণমালা ব্রান্ডের লেডিস স্যান্ডেল ৬০০ টাকায়। মেয়েদের গলার পাথরের নেকলেস “কিরণমালা”নামে চলছে। এটির দামও ৬০০ টাকা বলে তিনি জানান। ঈদের মার্কেটে এবার কিরণমালা চরিত্রের পোশাকের যেমন কদর,তেমনি একই সিরিয়ালে রাক্ষুসী রানী কটকটি চরিত্রের পোশাকও চলছে। এটি একটি রাক্ষসের পোশাক হলেও সেদিকে খেয়াল নেই ক্রেতাদের। পছন্দের টি কিনতেই হবে।
অপরদিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী বাজারে ঘুরে দেখা যায়, নবী ষ্টোর, আল মদিনা ক্লথ ষ্টোর, মা-মনি ক্লাথ ষ্টোর, মনে রেখ ফেব্রিক্্র, হাবিব ডিপোর্টমেন্টাল ষ্টোর, আল-মদিনা, ফ্যাশন কালেকশন, সোলাইমান ক্লাথ ষ্টোর, আজিজিয়া ক্লাথ ষ্টোর প্রভৃতি পোশাকের দোকানে বেশির ভাগ কিরণমালা নামের পোশাকের সমাহার। ক্রেতারাও পছন্দ মত কেনার চেষ্টা করছে। উপজেলার বদরখালী উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাঃ তামিম জানান, এভাবে বিদেশী চ্যানেলের ভৌতিক চরিত্রের নামকরণে পোশাকে বাজার সয়লাব করে নি¤œ মানের বাহারী নামের এ পোশাকে উঠতি প্রজন্মের হুজগে বাঙালীর সর্বনাশ ও সংস্কৃতির বিরূপ প্রভাব পড়বে এক সময়।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/