এম হোবাইব সজীব : কক্সবাজারের চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক রিক্সারোহী নিহত হয়েছে। আহত হয়েছে নিহতর স্ত্রী ও শিশুপুত্র। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে চকরিয়া চিরিঙ্গায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি ট্রাকগাড়ী একটি রিক্সকে চাপা দিলে এ দূর্ঘটনা ঘঠে বলে স্থানীয় লোকজন মুক্তবাণীকে জানিয়েছেন। নিহতের নাম অনিল (৩০) এর আহত স্ত্রী শোভা (২২) তাদের বাড়ী কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বলে জানা গেছে। এসময় তাদের ৪ বছরের এক শিশু ও আহত হয়েছে। চকরিয়ায় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করেছে।