টেক্সাসের রাস্তায় ট্র্যাফিক জ্যামে আটকা পড়েছে গাড়িটি। এদিকে গাড়ির ভেতরে প্রসব যন্ত্রণায় ছটফট করছেন এক নারী । হাসপাতাল আসতে তখন বাকি বেশ কিছুটা সময় বাকি।
এমন সময় সেই নারী ও তার স্বামী সিদ্ধান্ত নিলেন গাড়ির মধ্যেই ভূমিষ্ঠ নেবে তাদের সন্তান।
লিসা পেটিজন নামের সেই সাহসী নারী চলন্ত গাড়িতেই তার সন্তানের জন্ম দিলেন। লিসার স্বামী জনাথন পুরো ঘটনা ভিডিও করে রাখলেন।
সদ্যোজাত সন্তানের ওজন হলো সাড়ে চার কিলোগ্রাম।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আনন্দে জনাথন বললেন, ‘আমরা পেরেছি, হাই-ফাইভ বেবি।’
জনাথন বলেন, ”আমরা কখনই ভয় পাইনি। বিপদের কিছু ছিল না, বুঝেই আমরা সিদ্ধান্ত নিই চলন্ত গাড়িতেই আমাদের যা করার করতে হবে। তবে আমার স্ত্রীর মানসিক জোরটা সত্যিই প্রশংসার দাবি রাখে।”