চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর তার কার্যালয়ে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সেলিম মিয়া উপজেলার রানীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামের মৃত মনফর উল্লাহর ছেলে। এর পূর্বে সোমবার(৬জুলাই) রাতে উপজেলার আতিকপুর গ্রাম থেকে পুলিশ তাকে মাদকাসক্ত অস্থায় আটক করে থানায় নিয়ে আসে। সেলিমের বিরোদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, সে এলাকায় একটি মাদকসেবী বাহিনী তৈরী করে তাদের নিয়ে নানা অপকর্ম করে থাকেঅ সোমবার(৬জুলাই) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।