এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
পর্যটন নগরী কক্সবাজার সদরসহ আট উপজেলার প্রত্যন্ত গ্রামগঞ্জে কিরণমালায় সরগরম হয়ে উঠেছে। এখন ঘরে-বাইরে রাস্তা ঘাটে লোকে মূখে সমান তালে চলছে এ ভারতীয় সিরিয়াল নাটকের অন্যতম কিরণমালা ড্রেসের। যার পরিণাম সমাজ সংসারে লেগে গেছে পারিবারিক অশান্তি। সম্প্রতি কিরণমালায় কেড়ে নিয়েছে এক কিশোরীর সুন্দর জীবন। ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল “কিরণমালা” এখন বিপনী বিতান পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটে বাজারেও। সাধারণ লোকজনের মুখে শোভা পাচেছ যে, এই “কিরণমালা” নামটি এমন পর্যায়ে গেছে যে, যা জেলার গ্রামগঞ্জের হাট বাজারে তরি-তরকারী, কাপড়, গাড়ি এমনকি রাস্তাঘাটও ঐ নামে নামকরণ হচ্ছে। কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী ঈদগাঁও বাজারের নিউ মার্কেট, রহমানিয়া মার্কেট, বেদার মার্কেট, শফি সুপার মার্কেট, ফরাজী মার্কেট, মসজিদ মার্কেট, বঙ্গ মার্কেট, হাজি মার্কেটসহ বাজারের পশ্চিম গলি খ্যাত সবকটি কাপড়ের দোকানে অপরাপর ঈদ বাজারের পাশাপাশ কিরণমালায় মুখরিত করে তুলছে ক্রেতাদের। অন্যদিকে পর্যটন শহর কক্সবাজারের নিউ মার্কেট, হকার মার্কেট, ফিরোজা মার্কেট, ফজল মার্কেট, সী-কুইন মার্কেটসহ প্রায় মার্কেটের বিপনীবিতানগুলোতে ঈদ মৌসুমে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। বিশেষ করে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যাই বেশী। অভিরাম বৃষ্টি ও পারিবারিক আর্থিক অসংগতি কিছুই যেন তাদের বাঁধা হতে পারেনি। কাপড়ের গাঁয়ে “কিরণমালা” লেখা থাকলেই গুণগত মানে নয় দামে দ্বিগুন। আসন্ন ঈদকে সামনে রেখে জেলার ঈদ বাজারে এখন বিগত সময়ের পাখি ড্রেসের পরিবর্তে বর্তমান সময়ে কিরণমালা ড্রেসে সরগরম করে তুলছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের উঠতি প্রজন্মের কিশোরীদের।