সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফ উপজেলার পৌর এলাকার মার্কেটগুলোতে এবার ঈদের বেচাকেনা বেশ জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন দোকানে, মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সারাদিন আল্লাহর সন্তুস্টির জন্য রোজা রেখে ইফতার শেষে মুসলমানদের ঘরে ঘরে আসন্ন ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করার জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধনী, গরীব, দিন-মজুর, কৃষক, জেলে ও ব্যবসায়ীসহ সর্বস্তরের নারী-পুরুষ, যুবক-যুবতি যার যতটুকু সামর্থ্য নতুন কাপড় কিনতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে আবার যাদের সামর্থ্যমত টাকা-পয়সা আছে তারা আগেরমত জেলাসহ অন্যান্য জায়গায় না গিয়ে ছুটে যাচ্ছেন সবকিছু নিয়ে পরিপূর্ণ আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্সে। এদিকে টেকনাফের মার্কেটগুলোতে কাপড়-চোপড়ের দাম আকাশ ছোয়া। তাই নিন্ম আয়ের মানুষ স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য ঈদে নুতন কাপড় কিনতে হিমশিম খাচ্ছে। টেকনাফ উপজেলার উপরের বাজারের বার্মিজ মার্কেটে হাসিনা মোহাম্মদ আজিজা, মাহফুজা মোহাম্মদ,দীলরুবা হাছিনা,মেহবুবা হাছিনা ও সিদরাতুল মুনতাহা হাছিনা নুমীর সাথে কথা বললে তারা জানায়, আসন্ন ঈদে ব্যবহারের জন্য নতুন ডিজাইনের কাপড় নিতে মার্কেটে এসেছি ও পছন্দের কাপড় কিনতে খুজে বেড়াচ্ছি। এমতাবস্থায় সচেতন মহল মনে করছেন কাপড়গুলোর গায়ে নির্ধারিত মূল্য না থাকায় দোকানীরা ইচ্ছেমত টাকা হাতিয়ে নিচ্ছে তাই দাম নিয়ন্ত্রণে প্রশাসনের সঠিক নজর রাখা উচিত।