সাইফুল ইসলাম. টেকনাফ : টেকনাফে বিজিবির অভিযােন ৪০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দের খবর পাওয়া গেছে। ৯ ই জুলাই গভীর রাতে ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কনের্ল আবু জার আল জাহিদের নেতৃেত্ব টেকনাফ বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে নতুন ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালিয়ে এককোটি বিশ লক্ষ টাকার মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় পাচারকারীরা বিজিবির অবস্হান টের পেয়ে জব্দকৃত ইয়াবাসমূহ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত ইয়াবাগুলো বিজিবি হেফাজতে রাখা হয়েছে এবং পরিবতীর্তে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে ৪২ ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কনের্ল আবু জার আল জাহিদ জানান।