মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,টেকনাফ : টেকনাফ বাহারছড়া উপকূলের শীর্ষ মানবপাচারকারী মাহমুদ (৪২) কে গ্রেপ্তার টেকনাফ বাহারছড়ার ফাঁড়ির পুলিশ। সে বাহারছড়ার দক্ষিণ শীলখালী গ্রামের মৃত এজাহার মিয়ার পুত্র। টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ৫ জুলাই বিকাল সাড়ে ৩টায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই শিপন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান মাহমুদকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।