সংবাদ বিজ্ঞপ্তি :
সিয়াম সাধনা করে পুরো এক মাস
ঈদ এলো হাসি খুশী নিয়ে উচ্ছাস
ঈদ এলো শান্তির নিয়ে পয়গাম
সবাই কে শুভেচ্ছা ঈদের সালাম
সাম্যের বানী নিয়ে ঈদ আসে যায়
গলাগলি করি সবে মিলে ঈদগায়
ঈদ গেলে ভুলে যাই
সাম্যের বানী মানুষে মানুষে ফের করি হানাহানি
ঈদের শিক্ষা মনে করলে ধারন আলোকিত হতে পারে মানব জীবন ঈদের নতুন চাঁদ ঘুচাক ঘুচাক আধাঁর মানুষ মানুষ হয়ে উঠুক আবার ঈদ হউক সুন্দর আর গীতিময় সবার হৃদয় মন হউক আলোময় ।
টেকনাফ উপজেলাবাসীকে জানায় ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে:-
সাইফুল ইসলাম মুন্না
সাবেক সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
টেকনাফ উপজেলা শাখা।