বুধবার , ২৯ জুলাই ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

টেকনাফ বাস টার্মিনাল এলাকায় যুবলীগ নেতার ৯০ লাখ টাকার ইয়াবা আত্মসাত, অত:পর ফিল্মি কায়দায় উদ্ধার

প্রতিবেদক
কক্সবাজার আলো
জুলাই ২৯, ২০১৫ ৭:২০ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক :
টেকনাফ বাস টার্মিনাল এলাকায় এক যুবলীগ নেতার ৯০ লাখ টাকার ইয়াবা আত্মসাত অতঃপর ফিল্মি কায়দায় উদ্ধারের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
সোমবার (২৭ জুলাই) বিকালে পৌরসভার নাইট্যংপাড়া বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে ৩০ হাজার ইয়াবার একটি চালান বাস টার্মিনাল এলাকা দিয়ে পাচারের সময় স্থানীয় শামসু, সৈয়দ নুর সহ কয়েক যুবক ইয়াবার চালানটি কেড়ে নেয়। এর কিছ্ক্ষুণ পর উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক ফজলুল কবিরের নেতৃত্বে একদল যুবক বাস টার্মিনাল এলাকায় হানা দেয়। তারা ফিল্মি স্টাইলে ইয়াবা আত্মসাতকারীদের খোঁজাখুঁজি করতে থাকে। এ ঘটনায় আত্মসাতকারী যুবকরা প্রথমে অস্বীকার করলেও পরে ভীত হয়ে ৫০ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো ফেরত দেয়। এ ঘটনা মধ্যস্থতাকারী বাস টার্মিনাল এলাকার এক নেতা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফজলুল কবির ভাই নিজে এসেছেন মাল উদ্ধারের জন্য, তাই কষ্ঠ করে উদ্ধার করে দিয়েছি।
তবে ইয়াবার পরিমান আরও কম বলে জানান তিনি।
উল্লেখ্য উক্ত যুবলীগ নেতার দুই ভাই ইতিপূর্বে ইয়াবাসহ আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিল। এব্যাপারে যুবলীগ নেতা ফজলুল কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা অস্বীকার করেন।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/