কক্সবাজার আলো ডেস্ক : পকিস্তানি বংশোদ্ভূত ৬ বছরের শিশু হামজা পাওয়ার পয়েন্ট স্পেশালিস্ট নির্বাচিত হয়েছে। বিশ্বের কনিষ্ঠতম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্পেশালিস্ট হিসেবে মোহাম্মদ হামজা শেহজাদ মাইক্রোসফটের সনদ লাভ করেছে। লন্ডনে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত শেহজাদ ১০০০ এর মধ্যে ৮৫০ নম্বর পেয়ে এ স্বীকৃতি পেয়েছে। এর আগে ২০১৩ সালে মাইক্রোসফট অফিসেও হামজা এই কৃতিত্ব দেখায়। বিশ্বের সবচেয়ে কমবয়সে ওই সনদেরও দাবিদার এই ক্ষুদে এক্সপার্টই।
উল্লেখ্য, হামজার বাবা একজন আইটি পেশাজীবী।
সূত্র: সিএনএন