এস.এম.ছগির আহমদ আজগরী,পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় চলতি বছরের গত জুন মাসের অভিযানে চোলাই মদ-গাঁজা উদ্ধার, তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার ছাড়াও প্রায় অর্ধশতাধিক ওয়ারেন্ট তামিল করেছে পুলিশ। ফলে, জনমনে স্বস্তি সন্তোষ ছাড়াও সাধারণ মানূষ পেকুয়া থানা পুলিশকে জানিয়েছে সাধুবাদ। জানা যায়, পবিত্র রমজান মাসে উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এসময় নিয়মিত টহলাভিযানের পাশাপাশি মজুতদারী, ওজনে কারচুপি ও ভেজাল পণ্যের বিকিকিনী প্রতিরোধ এবং চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানী, যানজট সহ জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারী সহ তাৎক্ষনিক এ্যাকশান মুড অবস্থান নেয় পেকুয়া থানা পুলিশ। যার ফলে, পৃথক পৃথক অভিযানে উপজেলার একাধিক তালিকাভুক্ত সন্ত্রাসী ছাড়াও প্রায় অর্ধশতাধিক পলাতক মামলার আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় জি.আর মামলায় ৩৩জন, সি.আর মামলায় ১৭জন, নিয়মিত মামলায় ১১জন, তালিকাভুক্ত সন্ত্রাসী ২জন, জুয়াড়ী ও ফোজদারী অপরাধে সংশ্লিষ্টতার দায়ে ৫জন আসামীকে আটক করে পুলিশ। থানার তথ্য জনসংযোগ বিভাগে কর্মরত কনস্টেবল মোঃ হাসানের সরবরাহকৃত তথ্য উপাত্ত সূত্রের বরাত দিয়ে আরো জানা গেছে যে, জুন মাসের অভিযান চলাকালে পুলিশ ৬লিটার চোলাই বাংলা মদ ও আড়াইশ গ্রাম গাঁজা মাদক উদ্ধার করেন। এছাড়া, ঈধহৃত কিশোরী উদ্ধার ও তার সাথে সংশ্লিষ্টতার দায়ে ১আসামীকেও পুলিশ আটক করে বিজ্ঞ আদালতে সৌপর্দ করেছে। তাছাড়া, টইটংয়ের আতংক ও আলোচিত বোরখা বাহিনীর অন্যতম হোতা যুবদল নেতা মোঃ শাহদাত হোসাইন, টইটংয়ে আ’লীগ নেতা জাহেদ চৌধুরীর প্রাণনাশ চেষ্টা, মা-মেয়েকে গাছের সাথে বেঁধে নির্যাতন সহ বেশ কিছু চাঞ্চল্যকর মামলায় সংশ্লিষ্টতার দায়ে যুবলীগ নেতা আবদুল জলিল, অস্ত্র ও পুলিশ এসল্ট মামলায় জড়িত থাকার দায়ে উপজেলার বারবাকিয়া এলাকা থেকে রিদুয়ান নামের এক আসামীকে আটক করে পুলিশ। পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব পুলিশের এ সাফল্যজনক তৎপরতা নিশ্চিত করে জানিয়েছেন, পেকুয়ার মাটি ও মানূষকে নিরাপদ রাখতে পুলিশ সব সময় সর্বোচ্চ সতর্কবস্থানে থাকবে।