এফ এম সুমন,পেকুয়া কক্সবাজার :
সম্প্রতি পেকুয়ায় স্মরণ কালের ভয়াবহ বন্যা আঘাত হানে।বেড়িবাঁধ ভেঙে বিপদ সীমার উপর দিয়ে পানি এসে তলিয়ে নিয়ে যায় পেকুয়ার প্রায় ২০ হাজার ঘরবাড়ি।গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ।গবাদি পশু ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।এই বন্যা দুর্গত মানুষের মাঝে আজ বুধবার সকাল ৬ঘটিকা থেকে ৮টা পর্যন্ত চাল বিতরণ করেন পেকুয়া উপজেলা বিএনপি।এসময় পেকুয়া ইউনিয়নের প্রায় ৭হাজার মানুষকে ৫কেজি করে চাল দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন,পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি পেকুয়া সদর চেয়ারম্যান এম.বাহাদুর শাহ,পেকুয়া সদর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির সভাপতি শাহনেওয়াজ (এম ইউ পি)।পেকুয়া সদর (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম।পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি ও পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু,পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী অগ্নিকন্যা সাবিনা ইয়াসমিন জিনু,আব্দুল মুনাফ,পেকুয়া সদর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহামুদুল করিম ফারুকী,পেকুয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ,পেকুয়া সদর (পশ্চিম) যুবদলের সভাপতি জয়নাল আবেদিন,সি:সহ সভাপতি মানিক (এম ইউ পি),সাংগঠনিক জাফর,পেকুয়া উপজেলা ছাত্রদলের এফএম সুমন,শোয়াইব,হেলাল,পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল,সহ সাংগঠনিক জামাল উদ্দিন,যুবদলের দুদু,আরিফ,মহিউদ্দীন,শ্রমিক দলের,আব্দু রশীদ,শহীদ, আব্দু রহিম,ছরু সহ বিএনপির অংগ সংগঠনের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।