প্রেস বিজ্ঞপ্তি :
২৫ জুলাই শনিবার কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এ,কে,এম, শাহাবুদ্দিনের ১২ তম মৃত্যু বার্ষিকী। কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিক, শিল্পোদ্যক্তা ও নিবেদিতপ্রাণ সমাজ কর্মী এ,কে,এম শাহাবুদ্দিন ২০০৩ সালের এই দিনে মৃত্যু বরণ করেন। এ,কে,এম, শাহাবুদ্দিনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিস্তরিত কর্মসুচি হাতে নিয়েছে। এসব কর্মসুচীর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, স্মৃতিচারণ ও আলোচনা সভা, মরহুমের কবর জিয়ারত ইত্যাদি। প্রেসক্লাব কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এ,কে,এম, শাহাবুদ্দিনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব প্রতি বৎসর বিস্তারিত কর্মসুচী গ্রহণ করে থাকে। কর্মসুচীর মধ্যে থাকে মিলাদ মাহফিল, স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত। শাহাবুদ্দিন স্মৃতি সংসদ বেসরকারী এনজিও সংগঠন জনউন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা একেএম শাহাবুদ্দিনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শাহাবউদ্দিন স্মৃতি সংসদ বিস্তারিত কর্মসুচী হাতে নিয়েছে। মরহুমের লিংরোডস্থ বাসভবনে আজ দিনব্যাপী কর্মসুচী অনুষ্ঠিত হবে। কর্মসুচীর মধ্যে রয়েছে মরহুমেত বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মরণে স্মরণসভা এবং মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া। এছাড়া উখিয়া উপজেলার মরিচ্যায় মরহুমের স্বহস্তে প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ মোনাজাত ও মরহুমের কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।