র্বাতা পরিবেশক :
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কক্সবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার সংগঠনটির অস্থয়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নদী গবেষক মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো:সরওয়ার আলম। বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আনছার হোসেন ,সাংবাদিক আবদুল্লাহ নয়ন, আজাদ মনসুর, নুরুল আমীন হেলালী, এড, আবু হেনা মুস্তফা কামাল, জাহাঙ্গীর আলম সামস, আবদুল আলিম নোবেল, সাংবাদিক ছৈয়দ আলম, শাহেদ ইমরান মিজান, এস এম আরোজ ফারুক, মো তুহিন, কামরুল হাসান মিনার প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। এবং বাঁকখালী নদী দখলমুক্ত করতে প্রশাসনকে আহ্বান জানান। সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক আনছার হোসেনের মায়ের মৃত্যুতে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সদস্যরা ইফতার মাহফিলে অংশ নেন।