সাদ্দাম হোসাইন, হ্নীলা :
সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গা জেলের লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে।
সুত্র জানায়,২৬ জুলাই সকাল ৭টারদিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর সৈকত হতে নিখোঁজ রোহিঙ্গা জেলে আব্দুল মজিদের মৃত দেহ উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১১টারদিকে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে বলে স্থানীয় সুত্র জানায়। উল্লেখ্য ২৫জুলাই দুপুর ১১টারদিকে শামলাপুর ঘাট দিয়ে মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যাওয়ার চেষ্টাকালে হঠাৎ দূঘর্টনার কবলে পড়ে ডুবে যায়। পাশ্ববর্তী ট্রলারের লোকজন অপর ৪জনকে উদ্ধার করলেও বার্মাইয়া রোহিঙ্গা জেলে আব্দুল মজিদ (৪০) নিখোঁজ হয়ে যায়।