ভারতের হিমাচল প্রদেশের ট্যুরিস্ট হটস্পট লাহুল-স্পিতিতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম করার কথা ভাবছে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা৷সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ২৩৫ ফুট ওপরে এই স্টেডিয়ামই হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট স্টেডিয়াম৷
ইতিমধ্যেই হিমাচল প্রদেশের ধরমশালায় একটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে৷ এটিই আপাতত বিশ্বের সর্বোচ্চ৷ সমুদ্রপৃষ্ট থেকে ৭ হাজার ৩৮০ ফুট উচ্চতায় অবস্থিত স্টেডিয়ামে একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত৷ লাহুল-স্পিতির মধ্যেই ছোট শহর শিসু৷ এখানেই সেই চ্যালেঞ্জিং প্রজেক্ট করতে চলেছে হিমাচল প্রদেশের ক্রিকেট প্রশাসকরা৷ এমনটাই খবর৷ যদিও কাজটা মোটেই সহজ নয়৷ বিসিসিআই-এর আর্থিক সাহায্য ছাড়াও অনান্য অনেক অনুমোদনের ব্যাপার রয়েছে৷ এখন দেখার কবে সেই ঐতিহাসিক স্টেডিয়াম তৈরি হয় ।