দ্য রিপোর্ট : ময়মনসিংহ পৌরসভার কাছে নূরানী জর্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৫ জনের মৃত্যুর ঘটনায় ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় মামলাটি করেন। মামলার আসামিরা আগেই আটক ছিলেন। মামলার পর তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন শামীম তালুকদারের ছেলে হেদায়েত তালুকদার, ফ্যাক্টরি ম্যানেজার ইকবাল হোসেন, আরমান হোসেন, আলমগীর কবীর, শামসুল হক, আব্দুল হানিফ ও তাদের গাড়ি চালক মো. পারভেজ। শুক্রবার ভোরে শহরের অতুল চক্রবর্তী রোডে নূরানী জর্দা কারখানার ফটকে মানুষ জাকাতের কাপড় নিতে জড়ো হলে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ২৫ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে আজকের (শুক্রবার) মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।