পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি বলেছেন, যে দেশের মানূষ যতো বেশি শিক্ষিত সে দেশের আর্থ-সামাজিক রাজনীতি ততো বেশি পরিচ্ছন্ন। আর প্রবাদ সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে শিক্ষার পরিবেশ সৃষ্টির আহব্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, দেশ ও জাতীকে উন্নতির শিকড়ে নিয়ে যেতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি স্মরণ করে দিয়ে বলেন, শিক্ষার দিক দিয়ে বর্তমানে আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি। যা লজ্জ্বার, দূঃখের ও কষ্টের। বিধায় এ বন্ধাত্ব বদনাম গোঁচাতে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। অন্যথায় উন্নয়নশীল দেশ গঠন সম্ভব নয়। প্রধান অতিথির বক্তেব্যে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রভাবশালী সদস্য, জাপা নেতা আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে দেশের মানূষ যত বেশি শিক্ষিত, সে দেশের আর্থ-সামাজিক রাজনীতি ততো বেশি পরিচ্ছন্ন। সংসদ সদস্য হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথযথ ভাবে পালনে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি জানান, চকরিয়া-পেকুয়ার মাটি ও মানুষের ভাগ্যোন্নয়নে তিনি আমৃত্যু সেবায় প্রস্তুত। আর এতে সবাই সহযোগিতার হাত বাড়ালে তিনি সফল ও স্বার্থক হবেন ইনশাআল্লাহ। গত ১৯জুলাই সোমবার বিকাল ৩টায় পেকুয়া উপজেলার রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্দ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। আর অনুষ্টানের শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাদা মনের মানুষ খ্যাত ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এ.জে.এম গিয়াস উদ্দিন চৌধুরী। আর প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ ছরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্টিত ঈদ পূর্ণ মিলনী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা শাফায়েত আজিজ রাজু, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি এ.টি.এম শামশুদ্দিন চৌং, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম. নুরুজ্জামান মন্জু, উপজেলা মহিলা আ’লীগের প্রাক্তন সভানেত্রী মহিয়সী বেগম উম্মে কুলসুম মিনু। অনুষ্টানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফৈজুন্নেছা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের শিক্ষক মোঃ আবুল হোসেন, ফৈজুন্নেছা সরকারী প্রাঃ বিঃ প্রধান শিক্ষক ছরওয়ার আলম, যুবলীগ নেতা আকতার হোছাইন, ছাত্র পরিষদের সি.সহ-সভাপতি মোঃ আল্ আমিন, সহ-সম্পাদক আওলাদ হোছাইন, প্রচার সম্পাদক রাকিবুল হাছান ও সদস্য নাছির উদ্দিন প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন এস.এম মুজিবুর রহমার ।