স্টাফ রিপোর্টার,পেকুয়া :
পেকুয়া উপজেলার রাজাখালীতে মরহুম এর্শাদ আলী সরকার ওয়াকফ্ এস্টেটের ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। এস্টেট পরিচালনা কমিটি এ মাহফিলের আয়োজন করেন। গতকাল ৮জুলাই বুধবার সন্ধ্যায় রাজাখালী মরহুম এর্শাদ আলী সরকার ওয়াকফ্ এস্টেট পরিচালনা কমিটির আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান। এতে এস্টেটের মোতোয়াল্লী মহলের নিয়োজিত লোকজন ছাড়াও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রায়তি চাষা প্রজারা উপস্থিত ছিলেন।