শুক্রবার , ৩১ জুলাই ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

রাত ১২টা ১ মিনিটে ৬৮ বছরের প্রতীক্ষার অবসান

প্রতিবেদক
কক্সবাজার আলো
জুলাই ৩১, ২০১৫ ১১:৩১ অপরাহ্ণ

ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হচ্ছে। বাংলাদেশের ভেতরে অবস্থিত ১১১টি ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশের এবং ভারতের ভেতরে অবস্থিত ৫১টি ছিটমহলের বাসিন্দারা ভারতের নাগরিক হয়ে যাবেন। এর মধ্য দিয়ে ৪৩ বছর ধরে ঝুলে থাকা এক মানবিক সমস্যা নাগরিকত্বহীনতার অবসান ঘটবে প্রায় ৬০ হাজার মানুষের।
দীর্ঘদিনের বঞ্চনা আর হতাশার অপেক্ষা শেষে শনিবার নতুন সুর্যোদয় ঘটবে ছিটমহলগুলোতে। ‘পরাধীন’ এসব ছিটমহলের মানুষ একে বলছে তাদের প্রকৃত স্বাধীনতা হিসেবে। এই আনন্দ উদযাপন করতে তারা আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। ঘরে ঘরে আয়োজন করেছে বিশেষ খাবারের।
যুগ-যুগান্তরের দুঃখ-বেদনা পেরিয়ে এখন ছিটমহলবাসীর সামনে ক্ষণগণনা। শুক্রবার রাত ১২টা ১ মিনিট। বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা সমস্বরে স্লোগান তুলবে ‘বাংলাদেশ জিন্দাবাদ’। গাইবে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। আর ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা গাইবে ভারতের জাতীয় সংগীত।
এতদিন যে ছিটমহলের মালিক ছিল ভারত, সেখানে উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা। একইভাবে ভারতের পতাকা উড়বে এত দিন বাংলাদেশের মালিকানায় থাকা ছিটমহলগুলোতে। আর তা ঘোষণা করবে এসব ছিটমহলের মানুষের মুক্তির বারতা।
পরিসংখানের হিসাবে ভারতের ভেতরের ছিটমহলগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলার অধীনে ছিল ১৮টি ও লালমনিরহাট জেলার অধীনে ৩৩টি। এগুলো ভারতের কোচবিহার জেলার প্রশাসনিক সীমানার ভেতরে। অন্যদিকে, বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহলের মধ্যে কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি ও নীলফামারীতে রয়েছে চারটি।
চলতি বছরের ৬ থেকে ১৬ জুলাই যৌথ জনগণনা অনুযায়ী ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের লোকসংখ্যা প্রায় সাড়ে ১৪ হাজার এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ১১১টি ছিটমহলের লোকসংখ্যা প্রায় সাড়ে ৪৪ হাজার।বাংলাদেশ ও ভারতের এসব ছিটমহলের নাগরিকরা ইতিমধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী দেশ বেছে নিয়েছেন। বাংলাদেশের ভেতরের ছিটমহলগুলো থেকে হাজার খানেকের মতো নাগরিক ভারতে চলে যেতে আবেদন করেছে। গত ৬ জুন ঢাকায় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের স্থলসীমান্ত চুক্তির দলিল হস্তান্তরিত হয়। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এর বাস্তবায়নের মাধ্যমে এসব ছিটমহলবাসীর ৬৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটছে। স্থলসীমান্ত এই চুক্তি মূলত স্বাক্ষরিত হয়েছিল ১৯৭২ সালে, যা মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত। চুক্তিটি বাংলাদেশের সংসদে অনুমোদিত হলেও ভারতের পার্লামেন্টে পাস না হওয়ায় এত দিন ঝুলে ছিল। মোদি সরকার ক্ষমতায় আসার পর এটি এ বছর সংসদে পাস হয়।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/