সোয়েব সাঈদ, রামু:
রামুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে দুঃস্থ ও বন্যার্তদের ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (৯ জুলাই) সকাল দশটায় ইসলামী ব্যাংক রামু শাখা কার্যালয় চত্বরে আয়োজিত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।
এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট রামু শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, ব্যাংকের ম্যানেজার অপারেশন্স মুছা খান, ব্যাংকের কর্মকর্তা সেলিমুল হক, রাশেদুল হক প্রমূখ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট রামু শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল আজিম জানিয়েছেন, প্রথমদিনে ২ শতাধিক বন্যা দূর্গত পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বন্যাদূর্গত এলাকাগুলোতে ত্রান সামগ্রী বিতরণ করা হবে।