রামু প্রতিনিধি :
রামুতে বন্যার পানিতে ভেসে গেলো ১৩ দিন বয়সের এক নবজাতক। রোববার সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার কচ্ছপিয়ার ইউনিয়নের বড়জামছড়িতে এই মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে। ভেসে যাওয়া নবজাতক ওই এলাকার আজিজুল হক বান্ডুর সন্তান।
স্হানীয় সূত্র জানায় বন্যার পানিতে বসতবাড়ি ড়ুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রের যাচ্ছিল আজিজুল বান্ডুর পরিবার। বন্যার পানি ভেঙ্গে চলার পথে স্রোতের ধাক্কা খেয়ে স্ত্রীর হাত ফসকে নবজাতকটি পানিতে পড়ে যায়। পড়ার সাথে সাথেই স্রোতের টানে ভেসে যায় ওই নবজাতক। অনেক চেষ্টা করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি । এ ঘটনায় আজিজুল হকের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।