রামু প্রতিনিধি :
রামু উপজেলায় সড়ক দূর্ঘটনায় জানে আলম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। (২৬ জুলাই) রোববার বিকাল ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলঘর ষ্টেশনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু জানে আলম সদর উপজেলার খরুলিয়া পাতলি এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে কোলে করে তার মা কলঘর বাজার ষ্টেশনে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত টমটম অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে শিশুটি প্রাণ হারায়।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।