নুরুল আমিন হেলালী:
রাস্তা না খাল, বাজার ঘাটা সড়কের একি হাল ? এ প্রশ্ন এখন পর্যটন নগরী কক্সবাজার শহরের আবাল বৃদ্ধ বনিতার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার শহরের জনগুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাজার ঘাটা ও বার্মিজ মার্কেট সংলগ্ন প্রধান সড়কসহ বিভিন্ন অলি-গলি সামান্য বৃষ্টিতেই খালের রূপ ধারণ করেছে। এছাড়া থানার পেছন রোড়, গাড়ির মাঠ, সমিতি পাড়া, পাহাড়তলী, কালুর দোকান, লালদীঘির পাড়, গোলদীঘির পাড়, বৌদ্ধ মন্দির সড়ক, ঘোনা পাড়া, সদর উপজেলা গেইট, কলাতলীসহ শহরের সব কটি সড়ক-উপসড়কের একই চিত্র। রাস্তার উপর দিয়ে হাঁটু পরিমাণ পানির স্রোত চলে অল্প বৃষ্টি হলেই। বৃহস্পতিবার এরকম সামান্য এক পশলা বৃষ্টিতে খালের স্রোতের মত পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েন ঈদ বাজারে আগত ক্রেতা, পথচারী, জনগণ ও ব্যবাসয়ীরা। হাঁটু পরিমাণ এ পানির স্রোতের উপর দিয়েই রিক্সা, টমটম, সিএনজিসহ অপরাপর গাড়ী চলাচল করতে দেখা গেছে। শহরের পানি নিষ্কাষনে বিভিন্ন ড্রেন দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নামতে না পেরে এরকম জনদূর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পৌরবাসীর। ঈদ বাজারে কেনা-কাটা করতে আসা চাকুরিজীবি রফিকুর ইসলাম ক্ষুব্ধ কন্ঠে বলেন, পৌরশহরের সড়ক-উপসড়কের বেহাল দশা দেখলে মনে হয় মগের মুল্লুকে বাস করছি। সাংবাদিক সাহাব উদ্দিন, আতিক, আযাদ মনছুর, ব্যবসায়ী মো: শফি, বেলাল উদ্দিনসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এখনতো মাত্র শুরু, এ অবস্থা চলবে বর্ষা জুড়ে। তাঁরা সড়কের এই বেহাল দশার জন্য পৌরকর্তৃপক্ষকেই দায়ী করেন। সরেজমিনে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ এ সড়কের ড্রেন ও নালা সমূহ দখল মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে জনদুর্ভোগ কমার কোন সম্ভাবনা নেই। অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টি আর অসহনীয় যানজটের কারণে জনদূর্ভোগ চরমে উঠেছে। এছাড়া শহরের জলাবদ্ধতা নিরসনে বৃহ:স্পতিবার নদী বাচাঁও আন্দোলন ও কক্সবাজার টাইমস এর যৌথ উদ্দ্যোগে মানবন্ধন করেছে বলে জানা গেছে।