
শুক্রবার বাদ জুমা আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নুর হোসাইন কাশেমী এ ঘোষণা দেন।
হেফাজত নেতা বলেন, সরকার ইচ্ছে করেই লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়েছে। বাংলার মাটিতে কোনো নাস্তিক-মুরতাদদের ঠাই হবে না।
তারা বলেন, চলতি সংসদ অধিবেশনেই নাস্তিক-মুরতাদদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করে লফিতকে ফাঁসি দিতে হবে। অন্যথায় ইসলাম. ইমান ও রাসুলের সম্মান রক্ষার আমাদের এই আন্দোলন চলবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে হেফাজত নেতা এড. আব্দুর রকিব, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা ফজলুল করিম কাশেমী, মহিউদ্দিন একরাম, মতিউর রহমান গাজীপুরী ও মাওলানা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।