এ.এম হোবাইব সজীব, চকরিয়া :
চট্টগ্রামের লোহাগড়া-চকরিয়া সীমান্তে বাস ও চাঁদের গাড়ির সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০জন আহত হয়েছেন। নিহতরা হলেন, চট্টগ্রামের লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক (৫৫) ও চকরিয়া এলাকার অলোক দে (৩০)। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে নুরনবী, শহিদুল ইসলাম, জহিরউদ্দিনকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেলেও অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়ায় তাদের নাম পাওয়া যায় নি। কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)আব্দুর রহমান সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস লোহাগড়া-চকরিয়া সীমান্তে এলে একটি চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হন আরও ১০ জন।