ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. কক্সবাজার

শাহপরীরদ্বীপের ন্যায় ভাংতে শুরু করেছে উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া

প্রতিবেদক
কক্সবাজার আলো
১৪ জুলাই ২০১৫, ১:৪৪ অপরাহ্ণ

Link Copied!

টেকনাফ প্রতিনিধি : টকনাফের শাহপরীরদ্বীপের ন্যায় ভাংতে শুরু করেছে উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া। পাহাড়ী ঢল ও বৃষ্টির পানির ঢলে সাগর ও খালের পাশে থাকা মসজিদ ও রাস্তা ভেঙ্গে যাচেছ। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে শাহপরীরদ্বীপের মত পরিনতি সৃষ্টি হতে বেশী দিন লাগবেনা বলে মনে করছেন অনেকে।

সরেজমিন পরিদর্শনে জানা যায় , বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওর্য়াডের হলবনিয়া গ্রামের টিন বেড়ায়, নির্মিত অনেক দিনের পুরাতন মসজিদটি বর্ষার দিন হলে পাহাড়ী ঢলে যথাযত মেরামতের অভাবে ভেঙ্গে নদীর সাথে মিশে ও নদীর পাশ পানির ঢলে খন্ড খন্ড হইয়ে মিলিয়ে ¯্রােতে সাথে বেঁসে যাচেছ। অনেক জনপ্রতিনিধিরা মসজিদ ও রাস্তার পাশের গাইড ওয়াল মেরামতের আশ্বাস দিলে ও পর্যাপ্ত সহযোগিতা অভাবে তা এখন পর্যন্ত অবহেলায় সময় দিন দিন পার হয়ে যাচেছ। এটি এই গ্রামের অনেক দিনের পুরাতন মসজিদ,এই মসজিদ নিয়ে প্রায় ১ শত ঘর মিলে একটি সমাজ মসজিদের পাশে পাহাড়ে উপর কবর স্থান ও রয়েছে।কবর স্থানটি পাহাড়ী ঢলে পানির ¯্রােত আস্থে আস্থে মিশিয়ে যাচেছ।স্থানীয়রা এটা মেরামতের উদ্যেগ নিলে ও পর্যাপ্ত টাকার অভাবে তা প্রয়োজন মত মেরামত করতে পারছেনা।স্থানীয় সমাজের লোকজন বলেন আমরা মসজিদটি ভালো ভাবে মেরামত করার জন্য চেষ্টা চালিয়ে যাচিছ কিন্তু বড় বড় এই সমস্য গুলি সমাধান ও মেরামত করার জন্য অনেক অর্থর প্রয়োজন।কবর স্থানের গাইড ওয়াল দেওয়া ও রাস্তার পাশ সংস্কার করা বতর্মানে খুবিই দরকার হয়ে পড়েছে।যে কোন সময় মসজিদটি বর্ষার পানির ¯্রােতে বেঁসে যেতে পারে আমরা কোন রকম সময় পার করে যাচিছ কি আর করবো,আমাদের এই সমস্য সমাধান করার জন্য স্থানীয় ধনবান ব্যক্তিদের সহযোগিতা দরকার এবং উখিয়া-টেকনাফের উন্নয়নের রুপকার গরিব, মেহনতি মানুষের আস্তাভাজন নেতা ও মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির প্রতি আহবান উনি যেন আমাদের এসব সমস্যার সমধান ও সহযোগিতায় ,এই জননেতা এগিয়ে আসবেন ।তারা আরো বলেন মাননীয় সংসদ বদি ভাই বিভিন্ন ক্ষেত্রে এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে আমরা ও আশা রাখবো তিনি আমাদের এই সমস্য সমাধানে ও এগিয়ে আসবেন।

আরও পড়ুন

পেকুয়ায় নিখোঁজের পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করা কিলার মুছা কক্সবাজারে গ্রেপ্তার

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি

দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত

ডুসাটের নতুন সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন 

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা

টেকনাফে ছাত্র জনতার উপর হামলার পলাতক আসামী গ্রেফতার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

রাজনৈতিক দূর্বৃত্তপনার কারণেই বৌদ্ধ বিহারে হামলার বিচার হয়নি

টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা