কক্সবাজার আলো ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ প্রায় চার বৎসর ধরে বাংলাদেশীদের ভিসা বন্ধের কারনে প্রবাসী বাঙ্গালী ব্যবসায়ীদের দু:খের অন্ত নেই। অনেকে যারা নতুন লাইসেন্স করেছিল বাংলাদেশী কর্মচারী আনতে না পেরে দোকান ভাড়া দিতে দিতে পথের কাংগাল হয়ে গেছে। আর অনেকে আগে ভাগে গুছিয়ে নিয়ে বেঁচে গেছেন। প্রধান মন্ত্রীর আমিরাত সফরে প্রবাসীরা আশায় বুক বেঁধেছিল,কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রধান মন্ত্রীর সফরের নয় মাস পেরিয়ে গেলে ও এ পর্যন্ত ভিসা খুলার ব্যাপারে সরকারী ভাবে কোন ধরনের পদক্ষেপ নেয়নি বলে আমিরাত প্রবাসী বাঙ্গালীরা খুবই হতাশ হয়ে পড়েছেন । অথচ মিন্ত্রীদের সফরোত্তর ব্রিফিং এ শীঘ্রই সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে মহিলা কর্মী ও শ্রমিক পাঠানোর চুক্তি স্বাক্ষরের বুলি যেন আশারবাণীই থেকে যায়। এদিকে ভূক্তভোগী প্রবীণ প্রবাসীরা মনে করেন নতুন ভিসা খোলার খানিকটা সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক পণ্য প্রদর্শনী কেন্দ্র এক্সপো ২০২০ দুবাই ভেনু নির্বাচনে দুবাই সরকারের অনুরূধ সত্ত্বেও বাংলাদেশ সরকারের ভোট না পাওয়ায় প্রবাসীদের ভিসা খোলার সম্ভাবনা যেন হতাশারবাণী হয়ে রইল। উল্লেখ্য যে বাংলাদেশ,শ্রীলংকা,ও পাকিস্তান এর ভিসা একই দিনে বন্ধ হয়। শ্রীলংকা ও পাকিস্তান তিন দিনের মাথায় কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের ভিসা খুলার ব্যবস্হা করে। কিন্তু তিনটি বৎসর পেরিয়ে গেলেও এ পর্যন্ত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কোন ব্যক্তি আমিরাত সরকারের সাথে বৈঠক করেননি। দীপুমণি ক্ষমতায় থাকতে আট নয় বার আমিরাত সফর করে আমাদের শুধু আশার বাণী শুনিয়েছেন কার্যত কোন কাজই করেননি। প্রবাসী কল্যান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও বেশ কয়েকবার ঘুরে গেছেন কিন্ত প্রবাসীদের ভিসার জন্য কোন সুখবর দিতে পারেন নি। প্রবাসীরা সরকারের ব্যর্থ পররাষ্ট্র মন্ত্রনালয় কে দোষারূপ করছে। সরকারের প্রতি আমিরাত প্রবাসীদের আকুল আবেদন ভিসা খুলার বিষয়ে যেন কার্যকর পদক্ষপ নেয়।