এম.এ.সাবলু হৃদয় সিলেট : নির্মম নির্যাতনে সিলেটের কুমারগাঁওয়ে খুন হওয়া কিশোর সামিউল আলম রাজনের নির্যাতনকারী খুনি চৌকিদার ময়না মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজন হত্যা মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমাগীর হোসেন সিলেট মহানগর হাকিম আদালত-২ এর বিচারক সাহেদুল করিমের আদালতে ময়নার ১০ দিনের রিমান্ড আবেদন জানান। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এদিকে রাজন হত্যা মামলার তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তরের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ রহমত উল্লাহ ময়না মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর ও রাজন হত্যা মামলার তদন্তভার ডিবিতে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।