কক্সবাজার আলোে ডেস্ক :
সিলেটে ৪৬ কোটি টাকার মূল্যের কোবরা সাপের প্রায় ১২ পাউন্ড বিষসহ সাতজনকে আটক করেছে র্যাব-৯-এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে এএসপি খায়রুল আলম ও এএসপি পংকজ কুমার দে এর নেতৃত্বে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে কানাইঘাটের রাউৎগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সিফাতুর রহমান (৫৬), বিবাড়িয়া জেলার কসবা থানার শাহাপাড়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে নজরুল আলম নান্নু (৫০), সিলেটের বিমানবন্দর থানার খাসদবিরের বাসিন্দা মৃত আরজুমান আলীর ছেলে আবু হাসান (৬২), একই থানার ফাজিল চিশতের বাসিন্দা মৃত সোলাইমান খানের ছেলে আবদুল মালিক (৬০), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রামপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে প্রাইভেটকার চালক শহিদুল ইসলাম অনুজ (৩৪), একই থানার মাদেকপুর গ্রামের মৃত খন্দকার কলিমউল্লাহের ছেলে খন্দকার আবদুল ওয়াহিদ (৬০), সিলেজের বালাগঞ্জ থানার মোবারকপুর গ্রামের মৃত ওমেশ চন্দ্র আচার্য্যরে ছেলে মতিলাল আচার্য্য (৬০)। সিলেটের কানাইঘাট উপজেলার রাউৎগ্রামের সিফাতুর রহমানের বাড়ি থেকে এই বিষ এবং জড়িতদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর সহকারী পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী।