সিলেট প্রতিনিধি : ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য সারাদেশের ন্যায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু করেছে সিলেট রেলওয়ে। এ স্টেশনে এবছরও ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে কোন স্পেশাল ট্রেন যুক্ত হচ্ছে না। তবে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে প্রতিটি আন্তঃনগর ট্রেনে ২টি করে বগি সংযোজন হতে পারে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এভাবে আগামী ১৩ তারিখ পর্যন্ত টিকেট বিক্রি চলবে।
এ ব্যাপারে সিলেট রেলওয়ের ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বাড়ে কিন্তু সে অনুপাতে আমাদের আসন নেই। আগে একটি ট্রেনে ১৮ থেকে ২০টি বগি থাকতো, কিন্তু এখন সেগুলো সংকুচিত হয়ে ১২/১৩টিতে পৌঁছেছে। চাহিদার কথা জানানো হলে এবারও এ রুটে কোন স্পেশাল ট্রেন বরাদ্দ রাখা হয়নি। তবে, যাত্রীর চাপ সামলাতে রুট দু’টিতে চলাচলকারী ছয়টি আন্তঃনগর ট্রেনেই বাড়তি বগি বা কোচ সংযোজনের বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।