এম.এ.সাবলু হৃদয় সিলেট অফিস : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের কাছে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক সালাউদ্দিন মিয়া (৩০)। সালাউদ্দিন মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তর কালারাবি গ্রামের তোরাব আলীর ছেলে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের কাছে পাথরভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় সিলেটগামী মুরগি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মুরগিবাহী ট্রাকের চালক সালাউদ্দিন মারা যান। এ বিষয়টি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।