এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের বার্ষিক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০ জুলাই সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে ছাত্র সংসদের প্রাক্তন ছাত্রনেতা আবদুর রহমানের সভাপতিত্বে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মমতাজ আহমদ সওদাগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন, কক্সবাজার সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্সের ছাত্র মোঃ ইমরানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট র্স্টাডিজ বিভাগের ছাত্র মোঃ ফয়সাল ফারুক। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা পরিষদ ও মাদ্রাসা অধ্যক্ষের পরামর্শে ফয়সাল ফারুক প্রাক্তন ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটির সভাপতি মোঃ ইলিয়াছ, সহ-সভাপতি আবদু শাকুর, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুহেনা, হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ হোছাইন। এ বার্ষিক সম্মেলনে অর্ধ শতাধিক প্রাক্তন ছাত্র সংসদের সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ইসলামাবাদের পশ্চিম গজালিয়া খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।