
নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলায় দুই মাসের মাথায় আবারও শিশু হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।গত ১৫ মে চকরিয়ার বদরখালীতে স্ত্রী সাথে মনোমালিন্যের জের ধরে ঘুমন্ত ৩ কন্যা শিশুকে জবাই করে হত্যার ঘটনার পর এবার একই উপজেলার হারবাং ইউনিয়নে দুই শিশু পুত্রকে জবাই করে হত্যা করেছে পাষন্ড পিতা।২১ জুলাই মঙ্গলবার ভোরে ইউনিয়নের আজিজ নগর গাইন্যাকাটা এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় স্থানীয় জনতা ঘাতক পিতা আবুল কাশেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।চকরিয়া হারবাং পুলিশ ফাড়ির আইসি শিমুল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত শিশু জামাল (৬) ও মেয়ে তানজিলা (৩) এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় এলাকাবাসিরা জানায় হারবাং ইউনিয়নের আজিজ নগর গাইন্যাকাটায় বসবাসরত রোহিঙ্গা নাগরিক আবুল কাশেম। গত কিছুদিন ধরে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীর সাথে বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে স্ত্রী সায়রা খাতুনের সাথে বাকবিতান্ডর একপর্যয়ে স্ত্রীকে পিটালে সে বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায়। স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় এক পর্যায়ে ক্ষুব্দ হয়ে ঘরে ঘুমন্ত দুই শিশু পুত্র জামাল ও মেয়ে তানজিলাকে জবাই করে হত্যা করে।একই সাথে তার গৃহ পালিত ৩টি ছাগলও জবাই করে দিয়ে পালানোর সময় স্থানীয় এলাকাবাসিরা এগিয়ে এসে ঘাতক আবুল কাশেমকে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।সে মিয়ানমারের আকিয়াব জেলার আমরাই থানার আমতলী গ্রামের বাসিন্দা বলে জানা জানাগেছে।উল্লেখ্য গত ১৫ মে একই উপজেলার বদরখালিতে তিন শিশু কন্যা আয়েশা ছিদ্দিকা, হিরু, জান্নাত ও তফুরা জান্নাতকে ঘুমন্ত অবস্থায় জবাই করে পালিয়ে যায়।পরে ৪ দিন পর পুলিশ চট্রগ্রাম থেকে ঘাতক পিতা আব্দুল গনিকে গ্রেফতার করে।