এদিকে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রংপুর বিভাগ দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। এই বিভাগের পঞ্চগড় জেলার ২৫ কাউন্সিলর প্রাথমিকভাবে ভোট দেন। প্রার্থিতা প্রত্যাহারের পর সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেছেন সুমন কুণ্ড, শেখ রাসেল ও মোস্তাফিজুর রহমান মোস্তাক। এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, ইসহাক আলী খান পান্না ও যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করতে বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যোগ্য ও মেধাবীদের নেতৃত্বে নিয়ে আসতে।