কক্সবাজার আলো ডেস্ক :
শিগগিরই গ্রামীণফোন ও রবির অডিট শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বৃহস্পতিবারের মধ্যে একটি চিঠি বিটিআরসির কাছে পাঠাবে বলে সূত্র জানিয়েছে। চিঠিতে প্রচলিত আইন ও বিধি মেনে অপারেটরদের সিস্টেম অডিট করতে বলা হয়েছে ৷ এর আওতায় আর্থিক, কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থাপনা সবই অন্তর্ভুক্ত থাকবে ।
অডিট নিয়ে জটিলতার পর আন্তর্জাতিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোম্পানির সহায়তাই সব অপারেটরে পর্যায়ক্রমে এই নিরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
২০১১ সালে প্রথমবারের মতো গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষা কার্যক্রম শুরু করে বিটিআরসি। তবে এর কিছুদিন পরে বাংলালিংকের নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় অপারগতা প্রকাশ করে অডিট প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোম্পানি। কিন্তু গ্রামীণফোনের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে ফজল অ্যান্ড কোম্পানি। একই বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে। এ রিপোর্টের ভিত্তিতে ২০১১ সালের ৩ অক্টোবর গ্রামীণফোনের কাছে ৩ হাজার ৩৪ কোটি টাকা চেয়ে চিঠি দেয় বিটআরসি। তখন গ্রামীণফোন দেশীয় ওই ফার্মটির অডিট মান নিয়ে প্রশ্ন তোলে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়।
গ্রামীণফোনকে দেয়া ওই চিঠির ওপর ‘স্থিতাবস্থা’ দেন হাইকোর্ট। এছাড়া আরেক অডিট কোম্পানির মামলার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ৯ ডিসেম্বরে হাইকোর্ট বিটিআরসির অডিটনিয়োগ প্রক্রিয়া বাতিল বলে রায় দেন।
আর প্রথম থেকেই সেলফোন কোম্পানিগুলো আন্তর্জাতিক ফার্ম দিয়ে নিরীক্ষার দাবি জানিয়ে আসছে।
এরপর বিজ্ঞপ্তি প্রকাশের পর ৯টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে। কিন্তু শেষ পর্যন্ত চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এগুলো হলো তোহাখান জামান এন্ড কো., এমএবিএসএন্ড পার্টনার্স, মাশিস মুহিত হক এন্ড কো. এবং এম এ ফজল এন্ড কো.। এরমধ্য থেকে তিন প্রতিষ্ঠানের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানিয়েছে, প্রথমে দুই অপারেটরের অডিট করা হচ্ছে। পর্যায়ক্রমে সব অপারেটরকে অডিটের আওতায় আনা হবে।