সোমবার , ১০ আগস্ট ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আজ মিয়ানমার থেকে ফিরছে ১৫৯ বাংলাদেশী

প্রতিবেদক
কক্সবাজার আলো
আগস্ট ১০, ২০১৫ ১২:০৮ অপরাহ্ণ

কক্সবাজার আলো :
মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি আজ দেশে ফিরছেন । এ খবর নিশ্চিত করেছেন ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম। তিনি জানান, আজ সকালে মায়ানমারের চম্বু টাউনের প্রশাসনিক ভবনে মায়ানমারের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবি-১৭ ব্যাটালিয়নের বৈঠক শেষে তাদের ফেরত আনা হবে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেবেন ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মোঃ রবিউল ইসলাম এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেবেন ইমিগ্রেশন ডেপুটি ডাইরেক্টর ইউ স নাইং।  গত ৩০ জুলাই বৃহস্পতিবার এদেরকে নিয়ে আসার কথা থাকলেও গভীর নিন্মচাপ কোমেনের প্রভাবে এবং ৫ আগষ্ট মিয়ানমারে বন্যার কারণে দু’দফা বৈঠক বাতিল করা হয়েছিলো। আজকে দুই দেশের মধ্যকার পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান ও অপারেশন অফিসার মেজর মো: আমিনুল ইসলাম এবং মিয়ানমারের পক্ষে ১নং বিজিপির কমান্ডিং অফিসার, ডেপুটি ডাইরেক্টর (ইমিগ্রেশন), পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মিয়ানমার স্থানীয় জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, চতুর্থ দফায় মিয়ানমার থেকে ১৫৯ জন বাংলাদেশিকে ফেরত এনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। তাদেরকে খাবার ও চিকিৎসা সেবা দেওয়ার ভার নিয়েছে আইওএম ও ইউএনএইচসিআর। পরে তথ্য সংগ্রহের পর পুলিশ যখন নিজ জিম্মায় ছেড়ে দেবে, তখন আইওএম-এর সহায়তায় তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/